Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষকগণের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক তালিকা আহ্বান
বিস্তারিত

উপযুর্ক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৯০০১টি “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” স্থাপন করা হয়েছে। ল্যাবসমূহ পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” প্রাপ্ত প্রত্যেক প্রতিষ্ঠান হতে ৪ জন করে মোট ৩৬০২০ জন শিক্ষককে ১০ দিন ব্যাপী “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেন্যান্স” বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

 প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে ল্যাব প্রাপ্ত সকল প্রতিষ্ঠান প্রধানগণ প্রশিক্ষণার্থী শিক্ষকদের তথ্য আইসিটি অধিদপ্তরের জেলা/উপজেলা কর্মকর্তাকে যথাসময়ে প্রদান করবেন।

 এমতাবস্থায়, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনকৃত প্রতিটি প্রতিষ্ঠান থেকে সংযুক্ত ছকে ০৫ জন শিক্ষকের তথ্য সংগ্রহ করে  ০১ জন শিক্ষককে অপেক্ষমান রেখে ০৪(চার) জন শিক্ষকের তথ্য আগামী ১৩/০৩/২০২৩ তারিখের মধ্যে rasel.ahmed@doict.gov.bd -অথবা raselcse68@gmail.com এই মেইলে তথ্য ছক পূরণ করে মেইল করার জন্য অনুরোধ করা হল। 


রাসেল আহমেদ
সহকারী প্রোগ্রামার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
উপজেলা কার্যালয় কলমাকান্দা ,নেত্রকোণা।



সংযুক্তিঃ

০১। শিক্ষক তথ্য ছক। 

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/03/2023
আর্কাইভ তারিখ
02/05/2023