সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোণা জাতীয় মহাসড়ক হয়ে ঠাকুরাকোণা ব্রীজ পার হয়ে নেত্রকোণা-দূর্গাপুর রাস্তায় কলমাকান্দা উপজেলা পরিষদ অবস্থিত। ঢাকা থেকে কলমাকান্দার দূরত্ব আনুমানিক ১৯০ কিমি।
নেত্রকোণা থেকে নেত্রকোণা-দূর্গাপুর আভ্যন্তরীণ সড়কে কলমাকান্দা উপজেলা পরিষদ অবস্থিত। নেত্রকোণা হতে কলমাকান্দা উপজেলা পরিষদের দূরত্ব প্রায় ৩০ কিমি।
নদী পথে-
মগড়া ও কংস নদী পথে কলমাকান্দা উপজেলায় মালামাল পরিবহন করা যায়। কলমাকান্দার সাথে নদীপথে নেত্রকোণা, ধর্মপাশা, খালিয়াজুরী, দূর্গাপুর, মোহনগঞ্জ, বারহাট্টা এর যোগাযোগ রয়েছে এবং প্রতিনিয়ত নদীপথে মালামাল এবং মানুষ পরিবহন করা হচ্ছে।
বিঃদ্রঃ রেল পথে কলমাকান্দা উপজেলা পরিষদ এর সহিত কোন যোগাযোগ নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস